ঢাকা ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

 কটিয়াদীতে ফার্নিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
 কটিয়াদীতে ফার্নিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের পূর্ব পাড়ায় অবস্থিত মার্কেটের একটি ফার্নিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত ১২ টার পর তারা আগুনের শিখা দেখতে পান মুহূর্তেই আগুনের শিখা ভয়ংকর রূপ ধারণ করতে থাকে পরে মালিক এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাত ১:৩০ টায় কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিভানোর চেষ্টা করতে থাকে পরিস্থিতি প্রতিকূল দেখে বাজিতপুর ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়।

দুটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সকল মালাপাল পুড়ে যায়।

ফ্যাক্টরি মালিক কটিয়াদী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মানিক সূত্রধর জানান, তৈরি খাট, সোফা,শোকেস, শুকনো কাঠ এবং মেশিনারিজ সহ ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে মানিক সূত্রধর বলছেন পরিকল্পিতভাবে অগ্নি সংযোগ করা হতে পারে।

উপজেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কটিয়াদীতে ফার্নিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত